শপিং আর করে ওঠা হল না অনুপমার, মায়ের যে অনেক বয়ফ্রেন্ড আছে সেটা এতদিন কানাঘুষো কথায় শুনে এসেছে, চাক্ষুষ দেখেনি। ভেবেছিল যে মায়ের বয়ফ্রেন্ড থাকলেও মায়ের চেয়ে তারা বয়সে বড় হবে। কিন্তু মায়ের চেয়ে ছোটো ছেলে, ত্রিদিবেশকে দেখে অনুপমার মন একটু খারাপ হয়ে যায়। অনুপমা জানে যে বাবা বাড়িতে বিশেষ সময় দেয় না, তবে যে কদিন বাড়িতে থাকে সে কদিন মায়ের সাথেই থাকে। অনুপমার মন খারাপ দেখে দেবায়ন ওকে বাড়ি পৌঁছে দেবার কথা বলে, অনুপমা উত্তর জানায় যে ওর জন্মদিনে একবারে বাড়িতে আসতে। বাবা মা সবাই থাকবে, সেই সময়ে বাবা মায়ের সাথে দেখা করিয়ে দেবে আর জানিয়ে দেবে ওদের সম্পর্কের কথা। অনুপমাকে ট্যাক্সিতে উঠিয়ে দিয়ে বাড়ির দিকে হাটা দিল দেবায়ন। ভারী খুশি খুশি মন, পরের বুধবার অনুপমার জন্মদিন, সেইসাথে ওদের সম্পর্কের কথা পাকা হয়ে যাবে। বাড়িতে মাকে এখন ওদের সম্পর্কের কথা জানানো হয়নি, তবে জানে যে মাকে অনুপমার কথা বললে, মা মানা করবে না। কলেজ ছুটির অনেক আগেই বাড়ি পৌঁছে যায়। বাড়ি পৌঁছে একটু অবাক হয়ে যায়, দরজার তালা খোলা, দরজা ভেতর থেকে বন্ধ। একটু চিন্তায় পরে যায়, মা কি তাহ...
Comments
Post a Comment